ঝিকরগাছায় অসুস্থ ২০ রোগীর মাঝে ১০লক্ষ টাকার চেক বিতরণ
Share Now..
আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা উপজেলার সমাজেসবা অধিদফতর কতৃর্ক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোক প্যারালাইজড, থ্যলাসামিয়া রোগে আক্রান্ত ২০ জন অসুস্থ রোগীর মাঝে ১০লক্ষ টকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রাশিদুল আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ প্রমুখ।
Wow, superb weblog format! How long have you ever been running a blog
for? you made running a blog glance easy.
The overall glance of your web site is great, as neatly as the
content! You can see similar here dobry sklep