ইমরান খান সরকারের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ

Share Now..

প্রধানমন্ত্রী ইমরান খানের কঠোর সমালোচনা করেছে বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। একই সঙ্গে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার লুটের অভিযোগ আনা হয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (৯ অক্টোবর) দ্য নিউজ ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এক বিবৃতিতে পিএমএল-এনের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বলেন, চোর ইমরান খান এবং মাফিয়াদের কেয়ামতের দিনটি কোটি কোটি রুপির ডাকাতির কাছাকাছি চলে এসেছে। তিনি আরও বলেন, ইমরান খানের বিগত তিন বছরের এটিএম এর অ্যাকাউন্ট পূরণের

হিসাব জনগণের জানা উচিত।

তার মতে তর্ক-বিতর্ক এবং টুইটারের মাধ্যমে অভিযোগ করার পেছনেই সব সময় চলে গেছে। শেহবাজ শরীফের বিরুদ্ধে অভিযোগ এনে ইমরান খান চোর ও লুণ্ঠনকারীদের থেকে মানুষের মনোযোগ সরাতে পারেন না বলে মন্তব্য করেন মরিয়ম আওরঙ্গজেব।

বিবৃতিতে তিনি আরও বলেন, হাইকোর্ট, ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং লন্ডন কোর্ট শেহবাজ শরীফকে সাদিক ও আমিনের সনদ দিয়েছে। লন্ডন কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং এনসিএ -এর চড় মারার প্রতিধ্বনি শুনেছে সারা বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *