রিয়াল থেকে সরলেন জিদান

Share Now..

স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্সের কিংবদন্তি ও ক্লাবটির সাবেক ফুটবলার জিনেদিন জিদান।

জানা যায়, সদ্য শেষ হওয়া মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে লা লিগার শিরোপা হারানোর পর নিজের ভবিষ্যত শঙ্কায় থাকায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রিয়ালের কোচ হিসেবে আর থাকবেন না জিদান। এমন গুঞ্জন অবশ্য আগেই উঠেছিল যে লা লিগার এই মৌসুম শেষে লস ব্লাঙ্কসদের হয়ে আর ডাগ আউটে দাঁড়াবেন না তিনি।

স্প্যানিশ প্রকাশনা এএস জানায়, জিদান ইতোমধ্যে ক্লাব ডিরেক্টরস ও তার শিষ্যদের রিয়াল ছাড়ার ব্যাপারটি জানিয়েছেন।

২০১৬ সালে রিয়ালের দায়িত্ব গ্রহণ করেন জিদান। পরে দুই ধাপে ক্লাবটির কোচিং করিয়েছেন তিনি। যার মধ্যে প্রথম ধাপে তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। দ্বিতীয় ধাপে একটি লা লিগা ট্রফি নিশ্চিত করেন। তবে এ মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি রিয়াল মাদ্রিদ।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, জিদান তার পরবর্তী অ্যাসাইন্টমেন্ট হিসেবে জুভেন্টাস অথবা ফ্রান্স জাতীয় দলের কোচ হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *