বাঁধনের কাজ নিয়ে গর্বিত সৃজিত

Share Now..


কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-তে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজটিতে ‘মুশকান জুবেরী’ চরিত্রে বাঁধনকে দেখা যাবে। বাঁধনের কাজ নিয়ে গর্বিত সৃজিত মুখার্জি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক পোস্টে এমনটাই জানিয়েছেন নির্মাতা। সোমবার ফেসবুকে বাঁধনের সঙ্গে শুটিং এর সময় তোলা একটি ছবি শেয়ার করেছেন সৃজিত। সেখানে লিখেছেন, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র ডাবিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ হলো অবশেষে। কাজের জন্য আপনার আত্মত্যাগের প্রতি সম্মান জানাই বাঁধন। প্রতিকুল পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া, কাজ নিয়ে অসংখ্যবার প্রশ্ন তোলা, প্রচুর সময় চেয়ে নেয়ার মাঝেও আপনি মুশকান জুবেরী চরিত্রটিকে জিতিয়ে দিয়েছেন এবং আমাকে গর্বিত করেছেন।’ বাঁধন ছাড়াও এই ছবিতে খরাজ খাসনবিশ চরিত্রে অঞ্জন দত্ত, নিরুপন চন্দ চরিত্রে রাহুল বোস, আতর আলী চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য ও ওসি তপন শিকদার চরিত্রে অনির্বাণ চক্রবর্তী অভিনয় করেছেন। ইতোমধ্যে ছবির ডাবিং ও আবগসংগীতের কাজও সম্পন্ন হয়েছে। ঈদুল আজহায় কিংবা তার আগেই এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

454 thoughts on “বাঁধনের কাজ নিয়ে গর্বিত সৃজিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *