পয়েন্ট হারালো ম্যানসিটি-লিভারপুল, জয়ে শীর্ষে চেলসি
নিউক্যাস্টল ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চেলসি। শনিবার (৩০ অক্টোবর) নিউক্যাস্টলের মাঠে তাদেরকে ৩-০ গোলে পরাজিত করেছে গত চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারীরা।
প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গোলের দেখা পায় চেলসি। ৭৭ মিনিটে স্কোর দ্বিগুণ হয়। দুটি গোলই করেছেন রিচ জেমস। পরে ৮১ মিনিটের সময় পেনাল্টিতে আরও একটি গোল আদায় করে টুখেলের শীর্ষ্যরা। এবারের স্কোরদাতা জর্জিনহো।
এই জয়ের মধ্য দিয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে চেলসি।
এদিকে, ঘরের মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। আনফিল্ডে শুরুতে ২ গোলে পিছিয়ে থেকেও লিভারপুলকে পূর্ণ পয়েন্ট নিতে দেয়নি দলটি।
ম্যাচের ৪ মিনিটে মোহাম্মদ সালাহর বাড়িয়ে দেওয়া শটে গোল করেন হেন্ডারসন। ২৪ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। পরে ৪১ ও ৬৫ মিনিটে দুটি গোল শোধ করেন উইপো এবং ট্রসার্ড। ড্র করায় ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে লিভারপুল।
অপর ম্যাচে, ঘরের মাঠে ১০ জনের দলে পরিণত হওয়া ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। শনিবার ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধে উভয় দলই দারুণ লড়াই করে। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সেন্টার ব্যাক লাপোর্তা। এরপর পুরোটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় ম্যানসিটিকে।
র আগে ম্যাচের ৬ মিনিটে ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে নেন জাহা। গ্যালাঘের বাড়িয়ে দেওয়া শটে তিনি গোলটি করেন। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ সময়ে ৮৮ মিনিটে স্কোর দ্বিগুণ করেন গ্যালাঘের। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ম্যাচটি হারলেও ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে ম্যানসিটি।