আজ রাতেই আসছে ফাইজারের টিকা

Share Now..

আজ রাতেই বাংলাদেশে পৌঁছাবে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা। আজ রবিবার (৩০ মে) এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ফাইজারের এই টিকা বাংলাদেশ পাচ্ছে টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে।

তবে রবিবার দুপুরে হঠাৎ করেই স্বাস্থ্য অধিদফতরের বরাত দিয়ে দেশের কয়েকটি গণমাধ্যম জানায়, আজ আসছে না ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা। এদিন দুপুরে নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, ফাইজারের যেই টিকা রাতে আসার কথা ছিল, সেগুলো আজ আসছে না। নির্দিষ্ট যে ফ্লাইটটি টিকা নিয়ে আসার কথা ছিল, সেটি আমরা পাইনি। সেক্ষেত্রে টিকা আসতে কিছুটা দেরি হতে পারে। এই টিকা আজ না এসে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আসবে বলেও জানানো হয়।

এর আগে স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রবিবার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে পৌঁছাবে।’

দেশে করোনাভাইরাসের টিকা সঙ্কটের মধ্যে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ফাইজার-বায়োএনটেকের তৈরি এক লাখ ৬২০ ডোজ টিকা আগামী ২ জুন আসবে। তবে গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, ২ জুনের আগেই রবিবার (৩০ মে) এ টিকা আসছে।

গত বছরের ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে এখন এ টিকা প্রয়োগ করা হচ্ছে।

2 thoughts on “আজ রাতেই আসছে ফাইজারের টিকা

  • March 9, 2024 at 10:34 am
    Permalink

    Wow, awesome weblog layout! How long have you ever
    been blogging for? you made running a blog glance easy. The overall glance of your site is great,
    let alone the content! You can see similar here dobry sklep

    Reply
  • March 12, 2024 at 10:12 pm
    Permalink

    That is really attention-grabbing, You’re a very skilled blogger.

    I’ve joined your feed and sit up for in the hunt for more
    of your great post. Additionally, I’ve shared your website in my social networks I saw similar here: Najlepszy sklep

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *