ইউক্রেনের আকাশ সীমানা নিয়ে পুতিনের হুঁশিয়ারি
ইউক্রেনের আকাশ সীমায় কোনো দেশ বিমান চলাচল নিষিদ্ধ করলে তা হবে এই যুদ্ধে যোগদানের সামিল। এমনটাই হুঁশিয়ার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পুতিন জানান, নো-ফ্লাই জোন গঠনের কারণে রাশিয়ার জন্য কোনো হুমকি দেখা দিলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। প্রেসিডেন্ট পুতিন সুস্পষ্ট করে বলেন, নো-ফ্লাই জোন গঠনের ফলাফল শুধু ইউরোপের জন্য বিপর্যয়কর হবে না বরং সারা বিশ্বের জন্য তা বিপদ ডেকে আনবে।
এছাড়া, পশ্চিমা নিষেধাজ্ঞাকে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেন। ইউক্রেনের শাসকদেরকে পুতিন নব্য-নাৎসি হিসেবে উল্লেখ করে বলেন, তারা সাধারণ জনতাকে মানবঢাল হিসাবে ব্যবহার করছে।
এদিকে আন্তর্জাতিক সমস্ত রুটে বিমানের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লোট। আগামী ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে আভ্যন্তরীণ রুটে এবং প্রতিবেশী বেলারুশে ফ্লাইট অপরিবর্তিত থাকবে। এবং রাশিয়া যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়নি সেসব দেশের বিমানের ফ্লাইট রাশিয়ায় যেতে পারবে।