শৈলকুপায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত

Share Now..

\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শলকুপায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) অর্থায়নে হাসপাতাল চত্বরে প্রানি সম্পদের উপর বিভিন্ন প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বনি আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম হাকিম আহামেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু , কৃষি কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রাণি সম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ এর সদস্য সচিব ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মামুন খান। এ প্রদর্শনীতে বিভিন্ন খামারীরা অংশ নেয়। অনুষ্ঠান শেষে খামারীদের মধ্যে পুরস্কার হিসাবে নগদ চেক ও সনদপত্র বিতরন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ রাকিবুল ইসলাম শাওন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *